• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

গঙ্গার দূষণে পদ্মায় বাড়ছে ইলিশ, দাবি গবেষকদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৭:৫৭ পিএম
গঙ্গার দূষণে পদ্মায় বাড়ছে ইলিশ, দাবি গবেষকদের

ভারতের গঙ্গা নদীতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বাংলাদেশের পদ্মায় বাড়ছে ইলিশ। সাউথ এশিয়া নেটওয়ার্ট অফ ড্যাম রিভার অ্যান্ড পিপলসের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 

এমনকি গঙ্গা থেকে অচিরেই ইলিশ মাছ উধাও হতে চলেছে বলেও সতর্ক করেছেন গবেষকরা। বিশেষজ্ঞরা জানান, পশ্চিমবঙ্গে নদীর পাড়ে গড়ে ওঠা শতাধিক পৌরসভার ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা বাড়িয়েছে। অতিমাত্রায় দূষণই গঙ্গায় ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।

ডিম পাড়ার জন্য ইলিশ সাগরের নোনা জল থেকে নদীতে আসে ইলিশ মাছ। কিন্তু দূষণের ফলে গঙ্গা নদীতে লবণের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে। তাই গঙ্গার মোহনা পর্যন্ত এসেও ফিরে যাচ্ছে ইলিশ।

অন্যদিকে গঙ্গা থেকে পথ পরিবর্তন করে ইলিশেরা বাংলাদেশের অভিমুখে যাত্রা করছে বলে দাবি করছে গবেষকরা। বাংলাদেশের মৎস্য বিভাগের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, গত ২ বছরের তুলনায় এবছর দেশে ১৯ শতাংশ বেশি ইলিশ ধরা পড়েছে।

বাংলাদেশের পদ্মা ছাড়াও মিয়ানমার উপকূলেও প্রচুর ইলিশের দেখা মিলছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। তবে গঙ্গা নদীর দূষণে ইলিশের আনাগোনা কমে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতের মৎস্যজীবীরা।

Link copied!