• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৫:১৩ পিএম
আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু

অবশেষে তালেবানের কাছে পরাজয় শিকার করতে যাচ্ছে আফগানিস্তানের ন্যাটো সমর্থিত সরকার। ‘অস্থায়ী সরকারের’ কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে দেশটি - স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল ঘেরাও করার পর তালেবান ও আফগান কর্মকর্তারা ক্ষমতা হস্তান্তরের জন্য আলোচনা করছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হলে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে বিদ্রোহীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকওয়াল জানান, অস্থায়ী সরকারের কাছে “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর” করা হলে কাবুলে হামলা চালানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান যোদ্ধারা।

রবিবার সকালেই রাজধানী কাবুলকে চারদিক থেকে ঘিরে ফেলে বিদ্রোহীরা। এরপরই আশরাফ গনি সরকারকে ক্ষমতার হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়।

আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পরাজয় নিশ্চিত জেনে ক্ষমতা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। যদিও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়ার কথা জানায়নি প্রেসিডেন্ট ভবন।

রবিবার কাবুলের পূর্বের জালালাবাদ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরই রাজধানীর সঙ্গে অন্যান্য প্রদেশ ও প্রতিবেশী দেশ পাকিস্তানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্রোহীরা। সব দিক থেকেই কাবুলকে ঘিরে ফেলেছে তালেবান। এরই মধ্যে শান্তিপূর্ণভাবে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

কাতারের দোহায থেকে তালেবান নেতারা জানান, বিদ্রোহীদের সহিংসতা থেকে বিরত থাকতে এবং কাবুল ত্যাগ করতে ইচ্ছুক ও নারীদের নিরাপদ রাজধানী ছাড়তে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুলকে রক্ষায় পাল্টা আক্রমণ করবেন নাকি পদত্যাগ করবেন তা এখনো স্পষ্ট নয়। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাবুলে এখনো বড় ধরনের প্রতিরধের মুখে পড়েনি তালেবান।

Link copied!