বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলে বাড়বে মৃত্যুঝুঁকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ১২:৩৭ পিএম
সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলে বাড়বে মৃত্যুঝুঁকি

দীর্ঘ সময় ধরে অফিসের কাজ করা শরীরের পক্ষে বেশ ক্ষতিকর বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি মানুষকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় উঠে আসে। 

করোনা পরিস্থিতিতে কাজের গতিবিধি ঠিক রাখতে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করেছে অনেক প্রতিষ্ঠান। ওয়ার্ক ফ্রম হোমে মানুষের শরীরে কেমন প্রভাব পড়ে সেই বিষয়ে গবেষণা করে নতুন এই তথ্যটি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা মহামারিতে লকডাউনের কারণে ওয়ার্ক ফ্রম হোম একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)৷ ইতোমধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করার পার্শ্বপ্রতিক্রিয়া দেখে চীন, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)  প্রতিবেদনে জানায়, ওয়াক ফ্রম হোমে দীর্ঘ সময় ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করা কিংবা একই স্থানে দীর্ঘ সময় বসে কাজ করায় শরীরে উপর খারাপ প্রভাব পড়ে। অফিসে গিয়ে কাজ করলে দিনে ৬-৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে মানুষ বাড়ি থেকে কাজ করছেন। এতে প্রায় দ্বিগুণ সময় ধরে অফিসের কাজ করতে হচ্ছে ৷ এতো বেশি সময় ধরে অফিসের কাজ করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য় বেশ ক্ষতিকর। নির্দিষ্ট সময়ের বেশি কাজ করার জন্য এক বছরে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় কাজ করার জন্য স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এতে পুরো বিশ্বে প্রায় ৭.৪৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন ৷ এই সংখ্যা ২০০০ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নিরা জানান, এক সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ৷ যারা ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করেন তাদের মধ্যে ৩৫ শতাংশ মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন আর ১৭ শতাংশ মানুষের প্রাণের ঝুঁকি থাকে৷

গবেষণার প্রাপ্ত এই তথ্যের মাধ্যমে যারা এখনও দীর্ঘ সময় ধরে কাজ করেন সেই সব কর্মীদের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মারিয়া নিরা।

Link copied!