কোটি কোটি টাকা বক্সঅফিস কালেকশন ভুয়া, স্বীকার করলেন দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৫১ পিএম
কোটি কোটি টাকা বক্সঅফিস কালেকশন ভুয়া, স্বীকার করলেন দেব

সিনেমা মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে কোটি টাকার বক্সঅফিস কালেকশন। কলকাতার সুপারস্টার দেবের ছবির ক্ষেত্রেও এই চিত্র নতুন নয়। তবে দীর্ঘদিনের সেই ‘কোটি’ অঙ্কের সত্যতা নিয়ে যে প্রশ্ন ছিল, এবার তা নিয়ে খোলামেলা কথা বললেন দেব নিজেই।

কলকাতার চলচ্চিত্র বিষয়ক সাময়িকী আনন্দলোক-এ দেওয়া এক সাক্ষাৎকারে বক্সঅফিস ফিগারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে দেব বলেন, সত্য-মিথ্যার বিভাজন এখানে ততটা প্রাসঙ্গিক নয়। তাঁর মতে, বিষয়টি পুরোপুরি দর্শকের ধারণা বা পারসেপশনের ওপর দাঁড়িয়ে। তিনি উদাহরণ টেনে বলেন, বিশ্বজুড়েই এখন এমন এক প্রবণতা চলছে—যে সংখ্যা সামনে আসে, মানুষ সেটাকেই বিশ্বাস করে।

দেবের ভাষায়, সিনেমা হলে আসলে কী হচ্ছে—কয়টি শো হাউজফুল, দর্শক উপস্থিতি কেমন—এসব নিয়ে খুব কম মানুষই আগ্রহী। বরং সকালবেলা সোশ্যাল মিডিয়া খুললেই সবার প্রথম প্রশ্ন, কালেকশন কত? তাই সিনেমা চলুক বা না চলুক, একটি নির্দিষ্ট ফরম্যাটে সংখ্যা সামনে আসবেই।

চলতি বছর দেব অভিনীত ধূমকেতু মুক্তির পর প্রথম দুই সপ্তাহে যে বিপুল অঙ্কের কালেকশন প্রকাশ করা হয়, তা বাস্তবসম্মত কি না—এমন প্রশ্নে দেব হাসিমুখে বলেন, নির্দিষ্ট হিসাব তিনি জানেন না। তবে ছবিটি ভালো ব্যবসা করেছে বলে তাঁর বিশ্বাস। কেউ সেই ফিগার মানতে না চাইলে সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার।

বক্সঅফিস সংখ্যা বাড়িয়ে বলার সংস্কৃতি নিয়ে দেবের মন্তব্য আরও স্পষ্ট—এটাই এখন ‘নিউ নরমাল’। তাঁর মতে, শুধু কালেকশন নয়, রেটিং ও রিভিউ পর্যন্ত কেনাবেচার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইন্ডাস্ট্রিজুড়ে এই প্রবণতা চলছে বহুদিন ধরেই।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!