থাইরয়েডের যে লক্ষণে দ্রুত চিকিৎসা প্রয়োজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০২:৫২ পিএম
থাইরয়েডের যে লক্ষণে দ্রুত চিকিৎসা প্রয়োজন

নারী-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা অনেকেরই হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি।

থাইরয়েড কী? থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, এর মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হলে একে থাইরয়েডের সমস্যা ধরা হয়। এই হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ভারসাম্যহীনতা শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে।

শরীরে থাইরয়েডের সমস্যা আছে কি না, তা কিছু লক্ষণ বা উপসর্গের মাধ্যমেই বুঝতে পারবেন। লক্ষণগুলো তীব্র হলে দ্রুত ডাক্তারের পরামর্শ প্রয়োজন_

  • অবসন্নতা থাইরয়েডের সমস্যার অন্যতম লক্ষণ। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, বেশির ভাগ মানুষই থাইরয়েডের সমস্যায় অবসন্নতায় ভুগেন। তারা অবসাদের কবলে পড়েন।
  • থাইরয়েড সমস্যা বেড়ে গেলে ক্লান্তিভাবও বেড়ে যায়। থাইরয়েড হরমোন শরীরে শক্তি বাড়ায়। কাজের পর ক্লান্ত হওয়া স্বাভাবিক। কিন্তু এছাড়াও অন্য সময় যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন বুঝবেন থাইরয়েড সমস্যা বেড়ে চলেছে।
  • শরীরের ওজন বেড়ে যাওয়া থাইরয়েড সমস্যার অন্যতম প্রধান লক্ষণ। শরীরের বিপাকের মাত্রা কমে যাওয়ায় ওজন বৃদ্ধি পায়। এতে শরীরে ক্যালরি বা ফ্যাটের মাত্রা বেড়ে যায়। তাই ওজন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বুঝে নেবেন থাইরয়েড সমস্যা বাড়ছে। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
  • থাইরয়েড হরমোনের তারতম্য হলে খুব সহজেই ঠান্ডা লেগে যেতে পারে। গরমেও শীতের অনুভূতি হতে পারে। কারণ শরীর থেকে যথেষ্ট পরিমাণ ক্যালরি ঝরছে না। শরীর ক্যালরি সঞ্চয় করে রাখছে যা শরীরের জন্য ক্ষতিকর। এমন লক্ষণে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • থাইরয়েড সমস্যা বেড়ে গেলে বিপাকের সমস্যাও বেড়ে যায়। এতে আপনার পেশির এবং জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে। যা পেশি বা জয়েন্টকে আরও দুর্বল করে দেয়।
  • চুল পড়া বেড়ে যায় থাইরয়েডের সমস্যায়। চুলের গোড়া দুর্বল হয়ে ঝরতে থাকে। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
  • থাইরয়েডের সমস্যায় কোনো কাজে মনোযোগ কমে যায়। ভুলে যাওয়ার প্রবণতাও দেখা দেয়। মানসিক নানা সমস্যাগুলোত আপনি হতাশ হয়ে উঠছেন। এটি থাইরয়েডেরই প্রতিক্রিয়া হতে পারে। দ্রুত চিকিৎসা নিন।
  • থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অন্যান্য হরমোনের কার্যকারিতায় প্রভাব ফেলে। নারীদের ঋতুস্রাবের সমস্যা বেড়ে যায়। নারীদের এমন সমস্যা গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

 

সূত্র: ওয়েব এমডি

Link copied!