তরুণ-তরুণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় করোনাভাইরাস সংক্রমণের ঝুকি কম এমনটাই ধারণা ছিল অনেকের। কিন্তু চিত্রটা উল্টো। বরং করোনাভাইরাসের প্রভাবে ৩০ বছরের নিচে বা এর কোটায় থাকা যুবক-যুবতীদের আকস্মিক স্ট্রোক ঘটিয়ে দিতে পারে, এমনটাই জানালেন চিকিৎসকরা। খবর সিএনএন।
চিকিৎসাবিজ্ঞানের গবেষকরা সম্প্রতি এক গবেষণায় এই তথ্য পেয়েছেন। গবেষণার ফলাযফলে তারা জানান, করোনা আক্রান্ত যুবক-যুবতীদের শরীরে অস্বাভাবিকভাবেই রক্ত জমাট বেঁধে যাচ্ছে, যা কিনা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে।
নিউইয়র্কের মাউন্ট সিনাই হেলফ সিস্টেম হাসপাতালের নিউরোসার্জন ডা. টমাস অক্সলে ও তার সহকর্মীরা তাদের অধীনে থাকা ৫জন রোগীর ওপর এই বিষয়ে পর্যবেক্ষণ করেন। এদের সবার বয়স ৫০-এর নিচে।
ডা. অক্সলে বলেন, "এ ভাইরাস ধমনিতে ক্রমাগতভাবে রক্ত জমাট বাঁধায়, যার ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। পর্যবেক্ষণে আমরা দেখতে পেয়েছি, তরুণদের ক্ষেত্রে এই রোগটি স্ট্রোকের ঝুঁকি ৭ গুণ বাড়িয়ে দেয়।"
তাই তরুণ-তরুণীদের করোনাভাইরাস সংক্রমণ থেকে অআরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন ডা. অক্সলে।
করোনাভাইরাস সংক্রমণ থেকে ভালো হওয়ার পরও হাসপাতালে যথাযথ পরীক্ষা করিয়ে নেওয়া পরামর্শ দিয়েছে এই গবেষকদল। অক্সলে অনুরোধ করে বলেন, "করোনাভাইরাসের যেকোনো উপসর্গ থাকলেই সবাইকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।"