• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

মেসির সঙ্গে ছবি তুললেন শুভশ্রীর ম্যানেজার, বঞ্চিত সাধারণ দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৩১ পিএম
মেসির সঙ্গে ছবি তুললেন শুভশ্রীর ম্যানেজার, বঞ্চিত সাধারণ দর্শক

কলকাতার মেসি ভিজিটের সময় সাধারণ দর্শকরা তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেখার সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। লাখ লাখ টাকা খরচ করেও মাঠে এসে অনেকেই মেসির দেখা পাননি, কারণ হেভিওয়েট অতিথিরা ও তাদের ঘনিষ্ঠরা মেসিকে ঘিরে রেখেছিলেন।

এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেসির কাছে ক্ষমা চেয়েছেন। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে—প্রভাবশালী নেতা ও অতিথিরা কি দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন? সাধারণ দর্শকরা এই প্রশ্নের উত্তরে আক্ষেপ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার রাজদীপ ঘোষ মেসির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেছেন। ছবিটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা তীব্র কটাক্ষ করেছেন, “শুধু পরিচিতদের জন্য কি সাধারণ দর্শকরা বঞ্চিত হল?”

শনিবার (১৩ ডিসেম্বর) মেসি মাঠে নামার পরই বিশৃঙ্খলা তৈরি হয়। তৃণমূল নেতারা, তারকা এবং তাদের ঘনিষ্ঠরা মেসিকে ঘিরে রাখায় সাধারণ দর্শকরা তারকা দর্শনে ব্যর্থ হন। পানির বোতল ছুড়ে ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে মেসিকে তড়িঘড়ি মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খানও তখন স্থান ত্যাগ করেন।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে সাধারণ দর্শকদের বঞ্চনার অভিযোগ এবং বিশেষ সুবিধাভোগীদের উপস্থিতি নিয়ে সমালোচনা তীব্র হয়েছে।

Link copied!