‘নাসেক নাসেক হাপাল গিলা, খিলাবো আজি আমরা’-কোক স্টুডিও বাংলার প্রথম গানে মাতোয়ারা বাংলার মানুষ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় কোক স্টুডিওর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। এর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষবার গানটি শুনেছেন শ্রোতারা।
বাংলার বহুল পরিচিত লোকগান ‘দোল দোল দুলুনি’র সঙ্গে হাজং ভাষার এই গানের সমন্বয় করা হয়েছে। দুই ঘরানার দুটো গানের অনন্য ফিউশনটি করেছেন অদিত রহমান। এই গানের কথা ও সুর করেছেন অনিমেষ রায়। একই সঙ্গে ‘নাসেক নাসেক’ গানে কণ্ঠও দিয়েছেন তিনি।
এদিকে ‘দোল দোল দুলুনি’ লোকগানটি গেয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী পান্থ কানাই। যেটি লিখেছেন ও সুর করেছেন আবদুল লতিফ। তাদের দুজনের উচ্ছল গায়কিতে যেন ভেসে গেল শ্রোতাদের মন, যার প্রমাণ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
‘নাসেক নাসেক’ গানটি প্রকাশের পর থেকেই প্রশংসার জোয়ার বইছে চারদিকে। ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে তুমুল আলোচনা চলছে কোক স্টুডিও বাংলার প্রথম গান নিয়ে।
‘কোক স্টুডিও বাংলা’র পুরো আয়োজনের মিউজিক প্রডিউসার হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। প্রজেক্ট প্রযোজনায় আছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড।