• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অসুস্থ প্রবীর মিত্র, দিল্লিতে নিচ্ছেন চিকিৎসা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:৪৫ পিএম
অসুস্থ প্রবীর মিত্র, দিল্লিতে নিচ্ছেন চিকিৎসা

ভারতের দিল্লিতে চিকিৎসা নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ অভিনয়শিল্পী প্রবীর মিত্র। ৭৯ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। হাঁটুর ব্যথায় ঘর থেকে বের হতেন না এই অভিনেতা। যে কারণে চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানে তাঁকে দেখা যেত না। 
জানা যায়, প্রবীর মিত্র ভারতের দিল্লিতে তাঁর বোনের বাড়িতে থাকছেন। সঙ্গে রয়েছেন তাঁর তিন সন্তানও। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। 
এ প্রসঙ্গে প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘‘পুরো বডি চেকআপ করাতে বাবাকে (শ্বশুর) দিল্লি যেতে হয়েছে। যদিও এমনিতে ঢাকার দুটি হাসপাতালে তিনি নিয়মিত চেকআপ করাতেন। কিছুদিন ধরে দিল্লিতে থাকা বোনকে দেখতে চাইছিলেন। তাই বডি চেকআপের জন্য দিল্লি বেছে নেন। চিকিৎসা হলো, বোনকেও দেখে আসা হলো।’’
দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা প্রবীর মিত্র। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে অভিনয়ে জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীর মিত্রকে।

Link copied!