• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পোশাক খাতের অস্থিরতার পেছনের ‘রহস্য’ কী, জানালেন শ্রম উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৬:১৮ পিএম
পোশাক খাতের অস্থিরতার পেছনের ‘রহস্য’ কী, জানালেন শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ফাইল ফটো

দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “পতিত সরকার ও তাদের বন্ধুরাষ্ট্র জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। কিছু সমস্যা শ্রমিকরা না বুঝে করছেন।”

বুধবার (১১ ডিসেম্বর) ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে আয়োজিত ‘নাগরিক উৎসবে’ তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকরা সমস্যা তৈরি করছেন না, তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক। যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, “বাংলাদেশে ভোট একটি উৎসব ছিল। কিন্তু গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয়, যখন তা অংশগ্রহণমূলক হয়। অংশগ্রহণ মানে শুধু রাজনৈতিক দল নয়, ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হয়। আগামী নির্বাচন যখনই হোক, তা একটি ব্যতিক্রমী নির্বাচন হবে।”

এম সাখাওয়াত হোসেন বলেন, “আগামী দিনে যে নির্বাচন হবে, তাতে যারা অংশ নেবেন তারা নিশ্চয়ই গত ৩টি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নেন, তাহলে তা দুর্ভাগ্যজনক।”

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে যৌথভাবে এই উৎসবের আয়োজন করে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!