• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

অরিন্দমের সাসপেন্ড নিয়ে যা বললেন শ্রীলেখা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৩:১৯ পিএম
অরিন্দমের সাসপেন্ড নিয়ে যা বললেন শ্রীলেখা
অরিন্দম শীল ও শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত

অরিন্দম শীল। কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা। যৌন হেনস্তার অভিযোগে সম্প্রতি তাকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পরিচালকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। তাই তাকে প্রাথমিকভাবে সংগঠন থেকে সাসপেন্ড করা হয়। তবে অরিন্দম শীল এসব ঘটনা অস্বীকার করে আইনি লড়াই চালানোর কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে যখন আলোচনা যখন তুঙ্গে তখন মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার দাবি, শুধু অরিন্দমই যে সুযোগ নিয়েছেন এমনও কিন্তু নয়। কাজ পাওয়ার জন্য বহু অভিনেত্রীও নির্মাতার সুযোগ নিয়েছেন।  

সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘অরিন্দম শীলের পরিচালনায় আমি একটাই ছবি করেছিলাম — ‘স্বাদে আহ্লাদে’। তারপরে কিন্তু তিনি আমাকে আর কোনও কাজে নেননি। আমার যদিও তার সঙ্গে এমন কোনও অভিজ্ঞতা নেই। আসলে অরিন্দমের পরিচালনায় যে অভিনেত্রীরা বেশি কাজ করেছেন, তারা আরও ভাল বলতে পারবেন। নিন্দুকেরা তো বলেই থাকেন, অরিন্দমের সঙ্গে কয়েক জন অভিনেত্রীর সম্পর্কও ছিল।’

নির্মাতা অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ, শট বোঝানোর সময়ে তিনি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। এই নিয়ে শ্রীলেখা জানান, “তার নিজের সরাসরি এমন অভিজ্ঞতা না থাকলেও আগেও বেশ কয়েকজন অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তবে কিছু ক্ষেত্রে ছবিতে কাজ পাওয়ার জন্য অভিনেত্রীরাও সুযোগ নিয়েছেন বলে দাবি শ্রীলেখার। তার কথায়, ‘সবসময় কিন্তু পুরুষেরাই দোষী হন না। অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাই আগ্রহী থাকেন।”

অভিনেতা ও নির্মাতা অরিন্দম শীলের ঘটনা প্রকাশ্যে আসার পরে শ্রীলেখার দাবি, “ইন্ডাস্ট্রির কিছু মানুষ নিজের সুবিধামতো বেছে বেছে বিপ্লব করেন। আমার নামে কেউ একটা কথা বলে দেখুক।

 আমাকে কিন্তু কোনও নায়ক, পরিচালক বা প্রযোজকের সঙ্গে প্রেম করে কাজ পেতে হয়নি। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা খুব স্বাভাবিক হয়ে গেছে। আলোচনা হয়, ইন্ডাস্ট্রিতে কার বাবু কে? আর এগুলো না করলেই কোণঠাসা করা হয়। যেমন আমাকে কোণঠাসা করা হয়েছে।”

সম্প্রতি কলকাতার আর জি কর ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়। যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের। এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। 
 

Link copied!