শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে যা বললেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০১:৫৯ পিএম
শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে যা বললেন পরীমনি
পরীমনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা বলেন, “নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।”

পোস্টে হামলায় আহত এক শিক্ষার্থীর ছবিও যুক্ত করেন পরীমনি।

এর আগে সোমবার (১৫ জুলাই) বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সেই ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসজুড়ে।

এ হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ছাড়া সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। 

Link copied!