• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

কবির বকুলের লেখা গান গেয়ে যা বললেন নচিকেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০৪:১২ পিএম
কবির বকুলের লেখা গান গেয়ে যা বললেন নচিকেতা

বেলাল খানের সুর ও কবির বকুলের কথায় গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। গানটি নিয়ে উচ্ছ্বসিত তিনি।

অনুভুতি ব্যক্ত করে গণমাধ্যমকে নচিকেতা বলেন, “নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করে। ভালো কথা, ভালো সুর সব সময় আমাকে আকৃষ্ট করে। বকুল ও বেলাল মিলে যে গানটি তৈরি করছে, মনে হয়েছে গানটি আমি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেত।”

বেলাল খান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “কোভিডের সময় একদিন বকুল ভাই তার পুরোনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর বকুল ভাইকে সুর শোনালে গানটি নচিকেতা দাদাকে গিয়ে গাওয়ানোর ইচ্ছা পোষণ করেন। এবার সত্যি সত্যি সেটা করতে পেরে ভীষণ ভালো লাগছে।”

এ প্রসঙ্গে কবির বকুল বলেন, “কবিতাটি এবারের বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ বইয়ের একটি। বেলালের সুরে নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।”

দুই বাংলার এই জনপ্রিয় সংগীতশিল্পী প্রায় ছয় বছর পর বাংলাদেশে আসেন। চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান গাইতে আসেন তিনি। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে গীতিকবি বকুলের বাড়িতে ওঠেন। ঘরোয়া আড্ডায় বকুল নচিকেতাকে গানের সুর শোনালে, তিনি তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!