• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

মনোনয়নপত্র জমা দিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৫:৫৮ পিএম
মনোনয়নপত্র জমা দিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হয়ে নির্বাচন করছেন ডলি সায়ন্তনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী হিসেবে পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন) আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

পরে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, “আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনোই রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএমের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাব।”

নব্বই দশকের এ সংগীত তারকা বলেন, “বাংলার মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে এবং রাজনীতির তারকা বানাবে।”

তিনি আরও বলেন, “পাবনার সুজানগরে আমার দাদার বাড়ি। আমার বংশের অনেকেই আছে। অনেক আত্মীয়-স্বজন ও ভক্ত রয়েছে।” 

Link copied!