• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘নীলচক্র’ নিয়ে অপেক্ষা বাড়ল মন্দিরার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০১:০১ পিএম
‘নীলচক্র’ নিয়ে অপেক্ষা বাড়ল মন্দিরার
মন্দিরা চক্রবর্তী। ফাইল ছবি

ক্যারিয়ারের প্রথম ছবি ‘কাজলরেখা’য় অভিনয় দারুণ সাড়া পেয়েছেন মন্দিরা চক্রবর্তী। এরই মধ্যে তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’ মুক্তি অপেক্ষায়। সেপ্টেম্বরেই মুক্তির কথা ছিল তার সিনেমাটির। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছে।

সিনেমাটি নিয়ে মন্দিরা বলেন, “প্রথম সিনেমার সফলতার পর দ্বিতীয় সিনেমা মুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘নীলচক্র’ এখন আর মুক্তি পাচ্ছে না। সত্যি কথা বলতে, আমি সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুত যেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়।”

মিঠু খান পরিচালিত নীলচক্রে মন্দিরাকে দেখা যাবে নৃত্যশিল্পীর চরিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। দেশের সীমানা পেরিয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে বিদেশেও। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!