• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মিঠুনের বড় তারকা হওয়ার পেছনে যে প্রেমিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৪, ১২:০০ পিএম
মিঠুনের বড় তারকা হওয়ার পেছনে যে প্রেমিকা
অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃীহিত

বলিউড সুপারস্টার অভিনেতা মিঠুন চক্রবর্তী তার বড় তারকা হওয়ার পেছনের গল্প জানিয়েছেন । বিখ্যাত হওয়ার আগে ছবির দুনিয়ায় জায়গা করে নিতে তাকে বেশ লড়াই করতে হয়েছিল। আর সেই সময়েই মন ভেঙেছিল তার। প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল। যদিও পরে এর জবাব তিনি দিয়েছিলেন।

একসময়ে মন ভেঙেছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। হঠাৎই ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। সম্প্রতি এক রিয়্যালিটি শোতে অতীতের কথা প্রকাশ্যে আনলেন তিনি।

মিঠুন জানিয়েছে, বিখ্যাত হওয়ার আগে ছবির দুনিয়ায় জায়গা করে নিতে বেশ লড়াই করতে হয়েছিল তাকে। আর সেই সময়ে মন ভেঙেছিল তার। প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মনখারাপ ছিল। সেই প্রসঙ্গেই তিনি রিয়্যালিটি শোতে বললেন, ‘এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হলো। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তার পর আরও বড় তারকা হলাম।’

মিঠুন আরও বলেন, একদিন আমি বিমানযাত্রা করছি। সেই মেয়েটিও ছিল ওই বিমানে। কিন্তু ও আমার চোখের দিকে তাকাচ্ছিল না। আমি উঠে ওর দিকে গেলাম। জিজ্ঞাসা করলাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হলো ওর অনুতাপ হচ্ছে। আমি ওকে সহজ করার জন্য বললাম, ‘তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে’।

এটা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিল। মেয়েটি বলল, ‘আমার মনে হয়, আমি তখন ভুল করেছিলাম। আমার ওটা করা তখন ঠিক হয়নি।’ উত্তরে মিঠুন বলেছিলেন, ‘তুমি এসব না করলে হয়তো আমি এত বড় তারকাও হতে পারতাম না।’ 
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!