• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

সিনেমা হলে কাঁদলেন সুবর্ণা মুস্তাফা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৩:৫৬ পিএম
সিনেমা হলে কাঁদলেন সুবর্ণা মুস্তাফা
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখেছেন সুবর্ণা মুস্তাফা। সিনেমা দেখা শেষে কেঁদে ফেলেন নন্দিত এ অভিনেত্রী। হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের সিনেমা এটি।

তার সঙ্গে ছিলেন নির্মাতা বদরুল আনাম সৌদ। আরও ছিলেন অভিনেতা ফেরদৌস, সাজু খাদেম, হৃদি হকসহ অন্যরা।

ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত সিনেমাটি দেখা শেষে সুবর্ণা মুস্তাফার মত অনেক দর্শকই কেঁদেছেন। পরে প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে হৃদি হককে জড়িয়ে ধরে ফের কাঁদেন সুবর্ণা মুস্তাফা। এসময় দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন।

সুবর্ণা মুস্তাফা বলেন, “হৃদি অসাধারণ একটি সিনেমা বানিয়েছে। মুক্তিযুদ্ধকে গভীরভাবে তুলে ধরেছে। এখানে আবেগটা দুর্দান্তভাবে উঠে এসেছে। দর্শকদের সিনেমাটি কাঁদাবে, ভাবাবে ও মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।”

হৃদি হক বলেন, ‘সুবর্ণা মুস্তাফার আবেগ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি অনেক খুশি।’

এর আগে, ১৮ আগস্ট মুক্তি পেয়েছে ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!