• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৩:০৯ পিএম
বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

নতুন জীবন শুরু করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর প্রাক্তন স্বামী (দ্বিতীয়) কৃষাণ বিরাজ। ইতোমধ্যে বাগদান সেরেছেন তিনি। তবে হবু স্ত্রীর পরিচয় জানাননি এই সুপার মডেল।

এর আগে, ২০১৭ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রাবন্তী। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সংসারে টানাপোড়েন শুরু হয়। পরবর্তীতে দুজনের সম্মতিতেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। টালি পাড়ায় গুঞ্জন ওঠে, সে সময় স্বামীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনেছিলেন শ্রাবন্তী। যদিও এ বিষয়ে এখনও জলঘোলা রয়েছে।

টালিউডে ক্যারিয়ার শুরুর কয়েক বছর পর ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালে তাদের সংসারে ভাঙন ধরে। এরপর ২০১৭ সালে মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সংসার শুরু করেন ‘যদি একদিন’ সিনেমার নায়িকা। সেই বিয়ে ছয় মাসের বেশি টেকেনি। সবশেষ ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশান সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। নায়িকার সেই সংসারও টেকেনি। আপাতত বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাদের।

সূত্র: আনন্দবাজার

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!