• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলি নারীদের ছবি দেখে ভেতরটা কেঁপে উঠছে : কঙ্গনা রনৌত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০১:৪৭ পিএম
ইসরায়েলি নারীদের ছবি দেখে ভেতরটা কেঁপে উঠছে : কঙ্গনা রনৌত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সংগঠন হামাসের অতর্কিত হামলায় নাজেহাল ইসরায়েল। এখন পর্যন্ত প্রায় ৮০০ ইসরায়েলি নিহত হয়েছেন হামাসের হামলায়, আহত হয়েছেন কয়েক হাজার। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের রেশ না কাটতেই আবারও এমন ভয়ানক যুদ্ধ আতঙ্কিত বিশ্বজনতা। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের অবস্থান জানিয়েছেন। এবার ফিলিস্তিন-ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে মুখ খুললেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রনৌত। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী।

এক ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা লেখেন—‘সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে পারছি না। ইসরায়েলি নারীদের ছবি দেখে ভেতরটা কেঁপে উঠছে। আমি ভীত-আতঙ্কিত।’

শনিবার (৭ অক্টোবর) কয়েক হাজার রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলের মাটিতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুই পক্ষের সংঘাত চলছেই। 

Link copied!