• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২ আষাঢ় ১৪৩২, ২০ জ্বিলহজ্জ ১৪৪৬

মালয়েশিয়ায় মুক্তি পেল শাকিব খানের ‘প্রিয়তমা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০১:০১ পিএম
মালয়েশিয়ায় মুক্তি পেল শাকিব খানের ‘প্রিয়তমা’
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর মালয়েশিয়াসহ আরও নয় দেশে মুক্তি পাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি।

স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের পেট্রনাস টুইন টাওয়ারের টিজিভি প্রেক্ষাগৃহে প্রিমিয়ার শো‍‍`র মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হয় ‘প্রিয়তমা’র যাত্রা। দেশটির ৬টি প্রেক্ষাগৃহে মুক্তির প্রথমদিনেই হুমড়ি খেয়ে প্রবাসী বাঙালিরা ‘প্রিয়তমা’ দেখছেন। দর্শকের চাপে মালয়েশিয়াতে মেগাহিট এ ছবির শো বাড়ানো হয়েছে।

দেশটির কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, পেনাঙের এমএমসি প্রাঙ্গিন মল, জোহরের এমএমসি সিটি স্কয়ার, শাহ আলমের টিএসআর সিনেমেক্স, সেরেম্বানের এই সিনেমাসে ‘প্রিয়তমা’ চলছে। প্রথমদিনে সবখানেই দর্শকদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকায় এরইমধ্যে নাম লিখিয়েছে ‘প্রিয়তমা’। প্রয়াত ফারুক হোসেনের গল্পে সিনেমাটি নির্মাণ করেছে ভার্সেটাইল মিডিয়া। শাকিব খান ও কলকাতার মেয়ে ইধিকা পালকে নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Link copied!