• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

শাহরুখের ‘ডাঙ্কি’র সাত বিশেষ শো বাংলাদেশে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০২:৫৫ পিএম
শাহরুখের ‘ডাঙ্কি’র সাত বিশেষ শো বাংলাদেশে
‘ডাঙ্কি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

চলতি বছরটা বলিউডে একাই রাজত্ব করছেন শাহরুখ খান। এজন্য তাকে বলাও হয় বলিউড বাদশা। বছরের শুরুতে ‘পাঠান’ এরপরে ‘জওয়ান’ দিয়ে ভারতীর বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ব্লকবাস্টার তকমা পেয়েছেন। সেই সফলতার রেশ ছিল বাংলাদেশেও। ভারতের পাশাপাশি বাংলাদেশেও সিনেমা দুটি প্রেক্ষাগৃহে বেশ সাফল্য পেয়েছিল। বছরের শেষ চমক দিতে ‘ডাঙ্কি’ নিয়ে ২১ ডিসেম্বর পর্দায় হাজির হবেন শাহরুখ। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা রকমের প্রচার।

‘ডাঙ্কি’র ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার ইত্যাদি নিয়ে ঢাকার কয়েক জায়গায় প্রমোশন শুরু করা হয়েছে। পাশাপাশি স্টিকার মারা হয়েছে উল্লেখযোগ্য স্থানগুলোতে। তাছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাতে বড় ব্যানার প্রতিস্থাপন করা হয়েছে। দেশের প্রত্যেকটি বিভাগে বিশেষ ফ্যান শো আয়োজনের পরিকল্পনা চলছে বলেও জানা গেছে।

এ বিষয়ে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ-এর অ্যাডমিন ফাহিম আজিজ সংবাদমাধ্যমকে বলেন, “এবার রিলিজের এক সপ্তাহ আগে প্রমোশন শুরু করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রত্যেকটি বিভাগীয় শহরে স্পেশাল ফ্যান শো আয়োজন করা হবে। আমাদের মেইন ব্রাঞ্চ (এসআরকে ইউনিভার্স) থেকে ৬৫টিরও বেশি দেশে ফ্যান শো আয়োজন হচ্ছে। এরমধ্যে বাংলাদেশেই কমপক্ষে ৭টি শো হবে। আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

‘ডাঙ্কি’ সিনেমাটি দেশে আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও  ‘কিবরিয়া ফিল্মস’।

‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

Link copied!