• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এক ফ্রেমে সালমান খান ও রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৫:৫৬ পিএম
এক ফ্রেমে সালমান খান ও রোনালদো
সালমান খান ও ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

গ্যালারিতে বসে ম্যাচ দেখেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও পর্তুগিজের বিশ্বসেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সালমানের পাশে বসা বান্ধবী জর্জিনা রড্রিগেজস। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে বক্সিং ম্যাচে এমন চিত্র দেখেছে বিশ্ববাসী।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেমিকাকে নিয়ে সালমানের পাশে বসে টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচ দেখেছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচে তোলা সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এদিকে দুই জগতের দুই তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা দারুণ খুশি। ছবিতে এক ভক্ত লিখেছেন, ‘সেরা খেলোয়াড় ও সেরা অভিনেতা।’

সংবাদমাধ্যমটি জানায়, খেলা দেখা শেষ করে এরই মধ্যে ভারত ফিরেছেন সালমান। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন বিগ বসের শো নিয়ে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার-৩ ’।    

Link copied!