• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বলিউডে অভিষেক হচ্ছে সাই পল্লবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০৬:৫৯ পিএম
বলিউডে অভিষেক হচ্ছে সাই পল্লবীর
সাই পল্লবী, ছবি: সংগৃহীত

বলিউড দুনিয়ায় পা রাখতে চলেছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। আপাতত অভিনেত্রীর বলিউড অভিষেকের গুঞ্জন ঘিরে হইচই শুরু টিনসেল নগরীতে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাই পল্লবী তামিল, তেলুগু ও মালায়লাম ভাষার সিনেমায় কাজ করে দর্শকপ্রিয়তার পাশাপাশি অর্জন করেছেন বহু পুরস্কার। দক্ষিণি চলচ্চিত্রে নায়িকা চরিত্রে আট বছর পার করে এবার বলিউডে  ‘রামায়ণ’ দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে তার। নিতেশ তিওয়ারির পরিচালনায় মহাকাব্যিক এই সিনেমাতে ‘সীতা’ চরিত্রে দেখা যাবে সাই-কে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘রামায়ণ’ সিনেমায় দেবতা রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এছাড়া ‘কেজিএফ’ খ্যাত কন্নড় তারকা যশকেও দেখা যাবে সিনেমাটিতে। ইতোমধ্যে যশের লুক টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে এখনো লিখিতভাবে চুক্তিবদ্ধ হননি। তাই তার অভিনয় করার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

Link copied!