• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘কাজল রেখা’ নিয়ে বাংলাদেশ ম্যাচে রাজ-মন্দিরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৭:৪০ পিএম
‘কাজল রেখা’ নিয়ে বাংলাদেশ ম্যাচে রাজ-মন্দিরা
‘কাজল রেখা’ সিনেমার টিম। ছবি: সংগৃহীত

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’। সেই সিনেমার প্রচারনায় বিশ্বকাপের আসরে এবার ‘কাজল রেখা’ টিম।

শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ দলের খেলা দেখতে কলকাতায় ইডেনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শরীফুল রাজ ও অভিনেত্রী মন্দিরা। এছাড়াও সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকেও বাংলাদেশের খেলা উপভোগ করতে দেখা গেছে।

অভিনেত্রী মন্দিরা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছেন। এসময় ছবির ক্যাপশনে অভিনেত্রী ‘কাজল রেখা’ বাংলাদেশ লিখে বিজয়ের চিহ্ন দিয়েছেন।

বিশ্বকাপে খেলা দেখা প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম গণমধ্যমকে বলেন, ‘‘এখানে দুটি কাজ হচ্ছে। আমরা খেলা দেখছি, পাশাপাশি ‘কাজলরেখা’ সিনেমাটির কিছুটা প্রমোশনও হচ্ছে। নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা কয়েকজন আজ এবং ৩১ অক্টোবর ম্যাচে ‘কাজলরেখা লেখা সংবলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে থাকছি। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা।’’

নির্মাতা আরও বলেন, ‘‘যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা আগে ভাগে প্রচার–প্রচারণা শুরু করতে চেয়েছি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই সুযোগটা কাজে লাগাচ্ছি।’’

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সব কাজ শেষ, চলছে সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি। শরীফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

Link copied!