বর্তমানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় আলোচনার শেষ নেই। একের পর এক নতুন লুকে পর্দায় এসে দর্শকদের আগ্রহ ধরে রেখেছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে।
এমন উত্তাল আবহেই নতুন এক লুকে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই দুই তারকার মধ্যে সেই সময় নানা বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কিছু ক্লিপস দ্রুতই ভাইরাল হয়ে যায়।
এবার শাকিব খানকে নিয়ে ভক্তদের মাঝে একরকম শোরগোল ফেলে দিলেন রাফসান নিজেই। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে একটি কনটেন্ট তৈরি করেন তিনি। ৯ মিনিটের সেই ভিডিওতে শাকিব খান ও রাফসানকে দেখা মেলে এক ভিন্ন মেজাজে।
তাদের দুজনের কথোপকথনের সেই ভিডিওতেই উঠে আসে গুরুত্বপূর্ণ হানিয়া আমির প্রসঙ্গ। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে কথা বলছেন শাকিব খান। রাফসানকে দেখে তিনি বলেন, ‘রাফসান, কেমন আছো? তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’
শাকিব খানের মুখে এমন কথা শুনে রাফসান খানিকটা লাজুক হাসি দেন। পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন, ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’ তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।’
শাকিব খানের এই উত্তর শুনে খানিকটা চমকেই যান রাফসানসহ তার আশেপাশের অনেকে। এরপরই এই ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক আলোচনা। তাহলে কি সত্যিই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে? এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী এখন দর্শক।











-20251114045555.jpg)




















