• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর চিরকুট, ভালোবাসার চিঠি বললেন দীঘি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৩৩ পিএম
হোটেলের পরিচ্ছন্নতাকর্মীর চিরকুট, ভালোবাসার চিঠি বললেন দীঘি

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীত ও সাংস্কৃতিক আয়োজন ‘রিয়াদ সিজন ২০২৫’। বিশ্বের ১৪টি দেশের শিল্পীরা অংশ নিচ্ছেন এই জমকালো উৎসবে। প্রতিটি দেশের জন্য নির্ধারিত হয়েছে আলাদা দিন, যেখানে প্রদর্শিত হচ্ছে ঐ সব দেশের সংগীত, নৃত্য, পোশাক ও খাদ্যসংস্কৃতি।

এবারের আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশও। ১১ নভেম্বর শুরু হওয়া বাংলাদেশ পর্ব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ‘বাংলাদেশ কালচার’ নামে আয়োজিত এই বিশেষ পর্বে দেশসেরা সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীরা মঞ্চ মাতাচ্ছেন। তাদের অন্যতম ঢালিউডের জনপ্রিয় তারকা প্রার্থনা ফারদিন দীঘি।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া শিল্পীদের তালিকায় রয়েছেন—সংগীতজগতের ‘যুবরাজ’ আসিফ আকবর, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, বেলাল খান, মুহাম্মদ ইমরান, আকাশ মাহমুদ, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা ও ডিজে তুরিন এমএনআর।

শেষ দিনের অনুষ্ঠানে বড় চমক হিসেবে থাকছেন আসিফ আকবর। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সংগীত সফর শেষ করে পুনরায় মঞ্চে দর্শকদের মাতাতে তিনি যোগ দিচ্ছেন রিয়াদ সিজনে। একই দিনে গান পরিবেশন করবেন আকাশ মাহমুদ, ডিজে তুরিন এমএনআর, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই।

অন্যদিকে, বিশেষ পারফর্মে অংশ নিতে রিয়াদে অবস্থান করছেন অভিনেত্রী দীঘি। আর সেখানেই ঘটে এক হৃদয়স্পর্শী ঘটনা। হোটেলে অনুপস্থিতির সময় তার রুম পরিষ্কার করতে আসা এক পরিচ্ছন্নতাকর্মী তার নামে একটি ছোট চিরকুট রেখে যান। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার আকাঙ্ক্ষা থেকেই চিঠিটি লিখেছিলেন তিনি—এমনটাই ধারণা দীঘির।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চিঠির ছবি শেয়ার করে দীঘি লিখেছেন, “এই ডিজিটাল যুগেও কেউ চিঠির মাধ্যমে একটু দেখা করার ইচ্ছে জানায়—এটা ভীষণ মিষ্টি লাগে। রুমে ফিরে চিরকুটটি দেখে সত্যিই আপ্লুত হয়েছি।”

তিনি আরও লেখেন, “এই নোট আমাকে আবারও মনে করিয়ে দিল—ভালোবাসা এখনো চিঠির মধ্যেই বেঁচে থাকে। আমার ভক্তদের এমন ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুনভাবে শক্তি দেয়।”

দীঘির এই পোস্টে ইতোমধ্যে অসংখ্য ভক্ত-অনুরাগী শুভেচ্ছা জানাচ্ছেন। মন্তব্যে অভিনেত্রী বারিশা হক লিখেছেন—“অবশ্যই দেখা করা উচিত।”

Link copied!