• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন ওমর সানী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৬:২৯ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন ওমর সানী
চিত্রনায়ক ওমর সানী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী প্রায় সাম্প্রতিক বিষয় নিয়েই কথা বলেন। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন এই অভিনেতা।

এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেন, ‘সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব, আর পারছি না রাষ্ট্র।’

অভিনয়ের বাইরে রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত রয়েছেন ওমর সানী। এর আগে ঢাকা ১৭ আসনের ইস্যুসহ নানা ইস্যুতে সামাজিকমাধ্যমে মুখ খুলেছেন এই অভিনেতা। তবে, মাঝেমধ্যে কটাক্ষের শিকার হতেও হয় তাকে।

সর্বশেষ তাকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!