• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আজকাল মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়: রাবিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১১:২১ এএম
আজকাল মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়: রাবিনা

বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। পর্দায় যেমন কেমিস্ট্রি জমেছিল, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে তখন তুমুল আলোচনা চলেছিল। একসময় সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ায়, তবে শেষ পর্যন্ত টেকেনি।

দীর্ঘ দুই দশক পর সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অতীত সম্পর্ক ও বাগদান ভাঙা নিয়ে মুখ খুললেন রাবিনা ট্যান্ডন।

‘মোহরা’ ছবির শুটিং থেকেই অক্ষয় ও রাবিনার ঘনিষ্ঠতা বাড়ে। ছবিটি মুক্তির পর তাদের জুটি বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরিবারের সম্মতিতেই তাদের বাগদান সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায় এবং দুজনেই নিজ নিজ জীবনে এগিয়ে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবিনাকে জিজ্ঞেস করা হয়, এত বছর পরও কেন মানুষ অক্ষয়ের সঙ্গে তার ভাঙা বাগদান নিয়ে আলোচনা করে?
জবাবে অভিনেত্রী বলেন, “আমি তো সেসব ভুলেই গেছি। এখনো কেউ কেউ সেই গল্প টেনে আনে, যেন সেটা গতকালের ঘটনা! আজকাল মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়, আর আমার একটাই বাগদান ভেঙেছিল— সেটা নিয়েই এখনও আলোচনা!”

রাবিনা আরও বলেন, “মানুষ নিজের জীবনে এগিয়ে যায়— কারও বিয়ে হয়, কারও বিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কিছু নেই।”

বর্তমানে রাবিনা তার স্বামী ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাদের মেয়ে রাশা থাডানি এ বছরই বলিউডে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন এবং সুখী পারিবারিক জীবন উপভোগ করছেন।

সবশেষে সুখবর হলো— বহু বছর পর আবারও অক্ষয় ও রাবিনা একসঙ্গে পর্দায় ফিরছেন। আসন্ন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে এই পুরোনো জুটিকে নতুনভাবে দেখা যাবে।

Link copied!