২৫ বছরের ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি, এটা প্রথম না। যখন আমার ব্যান্ড ব্ল্যাক ছেড়ে একক ক্যারিয়ারে আসি তখন কয়েক বছর লাইভ কনসার্ট করিনি। এরপর যখন স্কলারশীপ নিয়ে মাস্টার্স করতে যুক্তরাষ্ট্রে যাই তখন দুই বছর টানা কোন গানও প্রকাশ পায়নি, কনসার্টও করিনি। আমি বিরতি নিয়েছি, বিরতি নিলে বুঝা যায় আমার ক্যারিয়ার কোন দিকে যাবে। এখন আরেকটা বিরতি যাচ্ছে।
কথাগুলো বললেন সংগীতশিল্পী তাহসান খান। গেল সেপ্টেম্বরে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে অভিনয় ছাড়ার ঘোষণাও দিয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেন জনপ্রিয় এই গায়ক।
তিনি বলেন, গত ২৫ বছরে যত গান লেখা ছিল, এতে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এখন আরও করতে থাকলে বিষয়টা বোরিং হয়ে যাবে। গানের মানুষ হিসেবে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, এখন মনে হয় একটু বিরতি দরকার। পরে কি হয় সেটা পরে দেখা যাবে।
তাহসানের গান ছেড়ে দেওয়ার ঘোষণা আসে মেলবোর্নের একটি কনসার্ট থেকে। এরপর বিষয়টি তার ভক্তদের মাঝে ব্যাপক প্রভাব ফেলে। বিষয়টি নিয়ে তাহসান বলেন, আমার ইচ্ছে ছিল যেভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছি, আস্তে আস্তে মানুষ ভুলে গেছে। গান থেকেও বিরতি নেব মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। মেলবোর্নের কনসার্টে যখন কথা বলেছি কতজন আর সেখানে ছিল! বিষয়টা যে এভাবে ছড়িয়ে পড়বে তা আমার জানা ছিল না। আমার চিন্তা ছিল এ বছর কয়েকটা ইভেন্ট আছে সেগুলো করব।
যোগ করে তিনি বলেন, ডিসেম্বরে চট্টগ্রামে একটা শো আছে, এরপর আর কনসার্ট নিচ্ছি না- এটাই আমার ইচ্ছে ছিল। কিন্তু আমিতো একটু ইমশোনাল কবি মানুষ, বলে ফেলার পর বিষয়টা ছড়িয়ে পড়েছে। আমি চাইনি এটা এভাবে জাতীয় ইস্যু হোক। এতে আমার অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। মানুষ ভালোবাসা থেকেই অনেক কথা বলে আমাদের নিয়ে।
তাহসান আরও বলেন, আমি দেখলাম একটা কথায় অনেক কিছু হয়ে গেছে। দেখলাম- মাথায় টুপি দিয়ে আমার ছবি একটা রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আমি নাকি রাজনীতি করছি! আমাদের খুব চিন্তা করে কথা বলতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা হয় যা এতটাই অবিশ্বাস্য যেটা সে নিজেই বিশ্বাস করতে পারে না। এ বিষয়ে কথা বলা কঠিন, কারণ আমাদের কথা এত চুলছেড়া বিশ্লেষণ হয় কোন কথার ইফেক্ট কী হবে চিন্তা করতে পারি না।
এদিকে ডিসেম্বরের পর কনসার্টে না পাওয়া গেলেও উপস্থাপনায় দেখা যাবে তাহসানকে। গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এ উপস্থাপনা করবেন তিনি। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরু হবে।

































