• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে: ফখরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৫:৪৫ পিএম
গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে: ফখরুল

গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোট হলে গুরুত্বপূর্ণ হারাবে জাতীয় নির্বাচন।’

আজ (শুক্রবার, ৭ অক্টোবর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল জোট করে বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে। তবে তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন না হলে, এ দেশের জনগণ তা মেনে নিবে না। এসময় তিনি বলেন, ‘জিয়াউর রহমানেই হাত ধরেই এ দেশে বহুদলীয় গণতন্ত্রের শুরু হয়েছিল। এর আগে শেখ মুজিবুর রহমানের হাতে দেশে এক দলীয় সরকারের ব্যবস্থার শুরু হয়। তবে ৭ নভেম্বরের মধ্য দিয়ে জিয়াউর রহমান নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন।’

Link copied!