• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মালাইকার বিরুদ্ধে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ১০:৫৩ এএম
জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মালাইকার বিরুদ্ধে
অভিনেত্রীর অরোরা। ছবি: সংগৃহীত

বলিউড তারকা অভিনেত্রীর অরোরার বিরুদ্ধে  সতর্কবার্তাই দিয়েছেন মুম্বাই আদালত। ২০১২ সালের একটি মামলায় সাক্ষী হিসেবে হাজির না হলে তার বিরুদ্ধে জারি হতে পারে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।

আদালত জানিয়েছে, তিনি যদি আগামী শুনানিতে আদালতে না আসেন, তবে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

এর আগে ২৯ এপ্রিলের শুনানিতে তিনি আদালতে হাজির হননি, যদিও তার আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার মন্তব্য করেছেন, অরোরা ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন।

কোন ঘটনায় এমন সতর্কবার্তার সম্মুখিন মালাইকা? ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে সাইফ আলীর সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। ছিলেন কারিশমা, কারিনারা। তাদের সাথে সেখানে ছিলেন মালাইকাও। 

সেখানেই গণ্ডোগোল বাঁধে। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বচসায় জড়ান সাইফ আলী খান। সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ সাইফ ওই ব্যবসায়ীকে আক্রমণ করেন, ওই ব্যক্তিকে মেরে নাক ভেঙে দেন। এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে ব্যবসায়ী ইকবাল মীর শর্মা কর্তৃক দায়ের করা অভিযোগের পর সাইফ আলী খান এবং অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনজনকেই জামিনে মুক্তি দেওয়া হয়।

যদিও সাইফ এই অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছেন। তিনি দাবি করেছেন শর্মা নারীদের উদ্দেশ্যে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

এই মামলায় সাক্ষী হিসেবে মালাইকা অরোরাকে বার বার সমন জারি করেও উপস্থিত করাতে পারেনি আদালত। এরআগে ফেব্রুয়ারি ও এপ্রিলের শুরুতেও তাকে আদালতে ডাকা হয়েছিলো। উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে তখন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি দেয় আদালত। কিন্তু এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি দিল।

এ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামি ৯ জুলাই। দেখা যাক, এদিন মালাইকা আদালতে উপস্থিত হন কিনা! –বলিউড হাঙ্গামা

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!