• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হিমির ১০৯ নাটকেই কোটি ভিউজ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১২:১৮ পিএম
হিমির ১০৯ নাটকেই কোটি ভিউজ!
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি: ছবি : ফেসবুক পেজ থেকে

টিভির প্রিয় মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। খুব অল্প সময়েই ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন এই তরুণ অভিনেত্রী। বর্তমানে টেলিভিশন ও ইউটিউব দুই জায়গাতেই সমানতালে কাজ করছেন হিমি। ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন ১০৯ টিরও বেশি নাটক। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন।

তার  অভিনীত ১০৯টি নাটক প্রতিটি এক কোটি ভিউজ স্পর্শ করেছে। এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন।

যেখানে লেখা আছে, ‘অভিনন্দর জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি এক কোটি ভিউজ স্পর্শ করেছে।’

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!