হঠাৎ করেই প্রকাশ্যে আসে বিয়ে করেছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। যা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। গুঞ্জন রটে, গোপনে বিয়ে করেছেন ক্লোজআপ ওয়ানের এই তারকা । এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন তিনি। লিজা বলেন, ‘‘পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে করেছি।’’
সংবাদমাধ্যমকে লিজা বলেন, ‘‘একদমই গোপনে বিয়ে করিনি আমরা। পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে করেছি। কোভিড পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে চেয়েছিলাম বিষয়টি আরও কিছুদিন পর জানাব। এমনকি নতুন বছরে নির্বাচনের পর আমরা সবাইকে নিয়ে বিবাহোত্তর অনুষ্ঠান করব বলেও ঠিক করেছিলাম।’’
এই সংগীতশিল্পী আরও বলেন, ‘‘গত বছরের ডিসেম্বরে আমরা বিয়ে করেছি। যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে আমাদের পরিচয় হয়।’’
এর আগে ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার বিবাহবন্ধন হয় বলে গুঞ্জন রটে। তবে সেসময় লিজা জানান, তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা হয়নি। আর ২০১৫ সালে তাদের বাগদান ভেঙেও গেছে।
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে এক বৃষ্টিতে, প্রাণ জুড়ে, এক যমুনা, আসমানী, তুমিহীনা।
































