• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্টে’র অন্তরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৩:২৭ পিএম
বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্টে’র অন্তরা

বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরুর খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই দিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘সবার দোয়া চাই।’ তবে কাকে বিয়ে করেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি ফারিয়া।

এদিকে হঠাৎ বিয়ের খবর দেয়ায় নেটাগরিকদের দুই-একজন আবার সন্দেহ পোষণ করেছেন। তাদের একজন লিখেছেন, ‘সত্যি সত্যি নাকি নাটকে?’ সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় অভিনেত্রী ফারিয়া শাহরিনের। তখন জানিয়েছিলেন, চার বছর প্রেমের পর বাগদান সেরেছেন। সেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৭ সালে প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন এই অভিনেত্রী।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!