• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

‘অনেকেই আমার নিউজ দিয়ে পেটের ভাত জোগাড় করেন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:৪৯ পিএম
‘অনেকেই আমার নিউজ দিয়ে পেটের ভাত জোগাড় করেন’
সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। এখন আর আগের মত পর্দায় নিয়মিত নেই তিনি। ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনায় এখন নিজেকে খানিকটা আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী। তবে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের কারণে সবসময় আলোচনায় থাকেন তিনি। কয়েকদিন আগে তার অভিমতের প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ প্রচার হয়। সেকারণে তিনি সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেন প্রভা। যেখানে তাকে দেখা যায়, লাল রঙের টপস পরে সুইমিং পুলে পা দুলিয়ে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে সংবাদকর্মীদের প্রতি বিরূপ মন্তব্য করেন এই অভিনেত্রী।

প্রভা লিখেছেন, ‘তোমরা যারা এখন পর্যন্ত আমার ইনস্টা ক্যাপশন নিয়ে নিউজ করে তোমাদের পেটের ভাত জোগাড় করো! তোমাদের জন্য নতুন করে কী কী ক্যাপশন দেয়া যায় বলো তো?’

এর আগে এক ভিডিও বার্তায় সংবাদকর্মীদের উদ্দেশ্যে প্রভা বলেন, “আমার অনুমতি ছাড়া কোন নিউজ করবেন না। এসব সংবাদ প্রচারে আমি একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু তথ্য দিই ততটুকুই আমার খবর। ব্যক্তিগত বিষয় নিয়ে নিউজ করলে আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

২০০৫ সাল দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের পর নাটকেও দারুণ সফলতা পান তিনি। কিন্তু এরপর নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ঘটনায় একটা সময় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন প্রভা। 

Link copied!