• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

মাহমুদ কলি-নিপুণ প্যানেলে আরও যারা আছেন


মো. বাবুল
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০২:০২ পিএম
মাহমুদ কলি-নিপুণ প্যানেলে আরও যারা আছেন
মাহমুদ কলি- নিপুণ আক্তার। ছবি: কোলাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ প্যানেলের সভাপতির নাম ঘোষণা হল রোববার ( ১৭ মার্চ) সন্ধ্যায় শিল্পী সমিতি কার্যালয়ে। প্যানেলের সভাপতি মাহমুদ কলির নাম ঘোষণা করা হলেও নিপুণ জানাননি প্যানেলে অন্য সদস্যদের নাম।

তবে খবর নিয়ে জানা গেছে, এই প্যানেলে মাহমুদ কলি-নিপুণ ছাড়াও আছেন, চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা নাদের চৌধুরী,  নায়ক সাইমন সাদিক,  নায়িকা রিয়ানা রহমান পলি, সাদিয়া মির্জা, রঞ্জিতা কণা, জেসমিন, নায়ক সনিক রহমান ও তানভির তনু।

পূর্ণাঙ্গ প্যানেল সম্পর্কে  নিপুণ বলেন,  ‘এখনো যেহেতু সময় আছে, আমরা সংগঠিত হচ্ছি। খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেলকে পরিচয় করিয়ে দেব।’

এবারের শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করবেন। মাহমুদ কলি- নিপুণ প্যানেলের সঙ্গে লড়বেন মিশা-ডিপজন প্যানেল। 
আগামী ২৭ এপ্রিল বিএফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু।

Link copied!