• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

বিচ্ছেদের পর ফের একসঙ্গে থাকছেন মাহি-রাকিব?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৪:৫৫ পিএম
বিচ্ছেদের পর ফের একসঙ্গে থাকছেন মাহি-রাকিব?

দেড় বছর আগে প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানিয়েছিলেন, রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটেছে। এরপর থেকে দুজনকে আর একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। মাহি ছিলেন নিজের কাজ ও সন্তান ফারিশকে নিয়ে ব্যস্ত, অন্যদিকে রাকিবও ছিলেন আড়ালে।

তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক অন্যরকম চিত্র দেখা গেল। সোমবার রাতে মাহি ও রাকিব তাদের নিজ নিজ ফেসবুক প্রোফাইলে একই ছবি পোস্ট করেন। ছবিতে একসঙ্গে দেখা যায় মাহি, রাকিব এবং তাদের সন্তান ফারিশকে। ক্যাপশনে মাহি লিখেছেন:
“মাশ আল্লাহ ”

এই যুগল হঠাৎ একই ছবি পোস্ট করায় তৈরি হয়েছে জল্পনা—তারা কি আবার এক হয়েছেন? নাকি সবকিছু আগে থেকেই ছিল কেবল আড়ালের গল্প?

মাহি ও রাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলোর মধ্যে একাংশ বলছে, বিচ্ছেদের পর সম্পর্ক পুনরুদ্ধারে তারা সময় নিয়েছেন, এবং অবশেষে ফের একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, আসলে তারা কখনোই পুরোপুরি আলাদা হননি—শুধু মানসিক দূরত্ব ছিল কিছু সময়ের জন্য।

মাহির পোস্টের নিচে মন্তব্যের ঘরে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “আবার যেন সব আগের মতো হয়।”
আরেকজন মন্তব্য করেছেন, “পরিবার মানেই ক্ষমা আর ভালোবাসার জায়গা। শুভকামনা আপনাদের।”

দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে আগেও খোলামেলা কথা বলেছেন মাহি। এক সাক্ষাৎকারে বলেছিলেন—
“আমরা দুজনই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখলাম সম্পর্কটা আর টিকে না, তখন বন্ধুত্বটা ধরে রাখার সিদ্ধান্ত নেই। রাকিব এখনও ফারিশের খেয়াল রাখে, যোগাযোগ করে। আমি ওর বাবার ভূমিকা নিয়ে সন্তুষ্ট।”

অন্যদিকে রাকিব সরকার একবার বলেছিলেন, সংসার ভাঙার পেছনে একটি খুদে বার্তার ভুল ব্যাখ্যা ও মানসিক দূরত্ব ভূমিকা রেখেছে। তিনি স্বীকার করেন, “মাহিকে ফেরাতে অনেক চেষ্টা করেছি। কিন্তু মাহি কিছু শর্ত দিয়েছিল, যা আমি তখন মানতে পারিনি।”

তাদের হঠাৎ একত্রে ছবি পোস্ট করা এবং তাতে ভালোবাসার ইঙ্গিতপূর্ণ ক্যাপশন ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। যদিও এখন পর্যন্ত মাহি বা রাকিব—কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

তবে অনেকেই মনে করছেন, ছবির এই বার্তা একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। হয়তো খুব শিগগিরই মাহি-রাকিব তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

মাহি ও রাকিবের সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনায় যেমন তাঁদের ভক্ত-অনুরাগীরা আশাবাদী, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনার ঝড়। এখন দেখার বিষয়, এই ছবি কেবল মুহূর্তের আবেগ, নাকি সত্যিকার অর্থে একটি নতুন সম্পর্কের শুরু।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!