বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে উদ্বেগের ছায়া। সহকর্মী শিল্পী, পরিচালক ও অগণিত ভক্ত তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
এই খবরে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। আজ (মঙ্গলবার) এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন,
"বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।"
শাবনূর আরও লেখেন,
“তিনি শুধু একজন নায়ক নন, একজন সমাজসেবক। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে তিনি যে ভূমিকা রেখে চলেছেন, তা অতুলনীয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত এই গুণী মানুষটির সুস্থতা কামনা করছি। আমাদের দোয়া ও ভালোবাসা যেন তাকে সুস্থ করে ফিরিয়ে আনে।”
চিকিৎসা চলছে লন্ডনে, আংশিক অপসারণ করা হয়েছে টিউমার
পরিবার সূত্রে জানা যায়, দেশে টিউমার শনাক্ত হওয়ার পর গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। বর্তমানে তিনি লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
গত আগস্টে তার মাথায় একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। ঝুঁকির কারণে আংশিক অপসারণ করা হয়েছে এবং বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।
জনগণের ভালোবাসা ও দোয়া কাঞ্চনের পাশে
চলচ্চিত্রে বহু কালজয়ী চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। তার এই সংকটকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসী একযোগে প্রার্থনা করছে তার সুস্থতার জন্য।
বিনোদন অঙ্গনের অনেকেই বলছেন— ইলিয়াস কাঞ্চন শুধু একজন নায়ক নন, তিনি একজন নায়কসম মানুষ, যিনি মানুষের জন্য কাজ করেছেন এবং এখনও করছেন। তার মতো একজন অনন্য ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে চলছে প্রার্থনার স্রোত।