• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

আট বছর পর ধারাবাহিকে ফিরছেন স্বস্তিকা দত্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১১:৪৮ এএম
আট বছর পর ধারাবাহিকে ফিরছেন স্বস্তিকা দত্ত

টালিউডের গ্ল্যামার দুনিয়া থেকে আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। দীর্ঘ বিরতির পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।

এর আগে স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান স্বস্তিকা। পরে বড় পর্দা ও ওটিটিতে তিনি ব্যস্ত হয়ে পড়েন, অভিনয় করেন একের পর এক আলোচিত সিনেমা ও ওয়েব সিরিজে।

জানা গেছে, স্বস্তিকা এক সময় ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ধারাবাহিকে ফিরবেন না। তবে নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার ফিরছেন ছোট পর্দায়। কারণ জানতে চাইলে তিনি বলেন, “মনের মতো চরিত্র পেলে পুরনো সিদ্ধান্ত ভেঙে ফেলাই যায়।”

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ শিরোনামের নতুন এই ধারাবাহিকে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এর শুটিং। তবে কবে থেকে এটি প্রচার শুরু হবে বা সহশিল্পী কারা থাকছেন—সে বিষয়ে চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

বড় পর্দায় ‘চালচিত্র’, ‘আলাপ’ কিংবা ‘ফাটাফাটি’-তে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। অন্যদিকে, ‘গভীর জলের মাছ’, ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজেও তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

স্বস্তিকার ছোট পর্দায় ফেরা নিয়ে ইতোমধ্যে তার ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে তার সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের প্রত্যাশা এবারও অনেক বেশি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!