আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তার বর্তমান স্বামী মো. সিদ্দিকের আগের সংসারে থাকা ছেলেদের ছবি শেয়ার করে অনেকেই সহমর্মিতা প্রকাশ করেছেন। অনেকেই ভাবছেন তনির কারণে তাদের সংসার ভেঙে গেছে।
এ বিষয়ে মুখ খুলেছেন তনির স্বামী সিদ্দিক। সোমবার (১৩ অক্টোবর) ফেসবুকে এ নিয়ে দীর্ঘ পোস্ট শেয়ার করেন তিনি। সিদ্দিকের ওই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন তনি।
সিদ্দিক লিখেছেন, গতকাল আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী..! এবং তারপর থেকে, আমি দেখেছি যে আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। আমি সত্যিই সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরতে চাই। অনেকেই এমন কিছু বিষয়ের ওপর ভিত্তি করে অনুমান এবং মতামত তৈরি করছেন যা তারা আসলে জানেন না।
সিদ্দিক আরও লেখেন, কেউ কেউ আমার অতীত, আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের কথাও তুলে ধরছেন, যারা নাবালক এবং তাদের কখনই কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিংয়ের অংশ হওয়া উচিত নয়। ২০১৯ সাল থেকে ৬ বছর হয়ে গেছে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।
তিনি যোগ করেন, আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং নিজের জীবনযাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা এবং শান্তি প্রাপ্য। দয়া করে বুঝুন।
প্রাপ্তবয়স্ক হিসেবে তারা আইনসিদ্ধভাবেই ভালোবাসার নতুন অধ্যায় শুরু করেছেন উল্লেখ করে তনির স্বামী লিখেছেন, আমি এবং আমার স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের একসাথে একটি নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে। তনি নিজে একজন বিধবা, এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি। এটি এমন কিছু যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে।
শেষে তিনি লিখেছেন, আসুন আমরা দয়া এবং ইতিবাচকতার ওপর মনোযোগ দিই। যারা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করেন তাদের সকলকে ধন্যবাদ।
সিদ্দিকের পোস্টটি শেয়ার করে তনি লিখেছেন, না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে জড়িত করেন এটা কিন্তু খুব খারাপ। আমাকে নিয়ে পোস্ট দেন নিউজ করেন অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে।
রেববার দিবাগত (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।’
আর তনি তার পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’
গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে।