• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

অরিজিৎ আর আমি এখন ভালো বন্ধু : সালমান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৫:১৬ পিএম
অরিজিৎ আর আমি এখন ভালো বন্ধু : সালমান খান

বহু বছরের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বন্ধুত্বের পথে হাঁটলেন বলিউড সুপারস্টার সালমান খান ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা—এবার সালমান নিজেই জানালেন সেই খবর।

সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর ‘উইকএন্ড কা বার’ পর্বে, কমেডিয়ান রবি গুপ্তর সঙ্গে কথোপকথনে সালমান বলেন, ‘‘ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল।’’ তিনি আরও যোগ করেন, ‘‘অরিজিৎ আর আমি এখন ভালো বন্ধু। টাইগার ৩-এ সে দারুণ কাজ করেছে, এবার ‘গালওয়ান’-এও তার গান থাকছে।’’

উল্লেখ্য, ২০১৪ সালে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অরিজিতের মন্তব্যকে কেন্দ্র করে সালমানের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। এরপর গুঞ্জন ছড়ায়, সালমানের হস্তক্ষেপেই অরিজিতের গান বাদ পড়েছে তাঁর একাধিক ছবি থেকে, বিশেষ করে ‘সুলতান’-এর ‘জাগ ঘুমেয়া’।

২০১৬ সালে ফেসবুকে প্রকাশ্য ক্ষমা চেয়ে অরিজিৎ সালমানকে অনুরোধ করেন, যেন তাঁর গাওয়া গান রাখা হয় ছবিতে। যদিও সেই পোস্ট দ্রুত মুছে ফেলেন তিনি, এবং সালমান তখনও বিষয়টি নিয়ে নীরব থাকেন।

অবশেষে ২০২৩-এর ‘টাইগার ৩’-তে আবারও একসঙ্গে দেখা যায় দুই তারকাকে—অন্তত গানে। তখন থেকেই জল্পনা শুরু হয়, হয়তো সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। এবার সেই খবর নিশ্চিত করলেন সালমান নিজেই।

এই পুনর্মিলনের খবরে উচ্ছ্বসিত বলিউডপ্রেমীরা। অনেকেই বলছেন, দুজনের সম্মিলিত কাজের অপেক্ষায় ছিল দর্শক-শ্রোতা। সালমানের আসন্ন সিনেমা ‘গালওয়ান’-এ অরিজিতের গান যে বড় আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!