• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবরকে উড়িয়ে যা জানালেন মাদালসা শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৫:১৩ পিএম
মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবরকে উড়িয়ে যা জানালেন মাদালসা শর্মা
পুত্রবধূ মাদালসা শর্মার সঙ্গে মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক, পারিবারিক কিংবা সিনেমার শুটিং কিছুদিন ধরে বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে তার সময়। এরমধ্যে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে অবশ্য খবর আসে তিনি অসুস্থ। ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী তাকে নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।

এরপর জানানো হয়, স্ট্রোক করায় মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নেওয়া হয়। তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

এরপর শনিবার দুপুর গড়াতেই মুখ খুললেন মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদালসা শর্মা। সকাল থেকে প্রকাশিত সব খবরকেই ভুয়া বলে উড়িয়ে দেন তিনি। মাদালসা বলেন, “বুকে ব্যথা— এসব ভুল কথা। রুটিন-চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।”

যদিও এই মুহূর্তে হাসপাতালেই ভর্তি রয়েছেন মিঠুন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মিঠুন চক্রবর্তীর প্রাথমিক চিকিৎসা হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

গত মাসেই ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে সম্মানিত হয়েছেন মিঠুন। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রে। সিনেমাটি বেশ ব্যবসাসফল হয়েছে। এছাড়া মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জি এবং পূজা ব্যানার্জির সঙ্গে ‘ডান্স বাংলা ড্যান্সের ড্যান্স’ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা গেছে তাকে।

এই মুহূর্তে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ওপাড় বাংলার ‘এমএলএ ফাটাকেষ্ট’। এতে বহু বছর পর একফ্রেমে ধরা দেবেন মিঠুন ও দেবশ্রী। টালিউডের হিট জুটি মিঠুন-দেবশ্রী। ‘ত্রয়ী’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’, ‘ফেরারি ফৌজ’, ‘অভিমন্যু’, ‘টাইগার’, ‘শুকনো লঙ্কা’র মতো সিনেমা রয়েছে এই জুটির ঝুলিতে।

জানা গেছে, দেবারতি মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের পূজাতেই এটি মুক্তি পাওয়ার কথা। এটি প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী।

Link copied!