• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৫:৪৭ পিএম
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন
কবীর সুমন। ছবি : সংগৃহীত

শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার জানায়, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে রাখা হয়েছে ৭২ বছর বয়সী এই সংগীতশিল্পীকে।

জানা গেছে, বেশ কিছু দিন অসুস্থ ছিলেন কবীর সুমন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। বুকে সংক্রমণের সঙ্গে হৃদ‌যন্ত্রেও সমস্যা রয়েছে। তিনি তীব্র শ্বাসপ্রশ্বাসের কষ্টে ভুগছিলেন।

বর্তমানে কবীর সুমনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যে চিকিৎসদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। তারা শিল্পীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

কবীর সুমনের ঘনিষ্ঠ শিল্পী মনীষা দাশগুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসাও শুরু হয়েছে। এই মুহূর্তে তার সঙ্গে দেখা করায় বিধিনিষেধ রয়েছে।’

আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। তখনও তার শ্বাসকষ্ট ও গলায় ব্যথা হয়েছিল। 

Link copied!