• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

এবার ওটিটিতে আসছে ‘জওয়ান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০১:১১ পিএম
এবার ওটিটিতে আসছে ‘জওয়ান’
‘জওয়ান’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমা ‘জওয়ান’। মুক্তির পর থেকেই বলিউডের নতুন ইতিহাস গড়ে যাচ্ছে শাহরুখ খান অভিনীত অ্যাকশন ড্রামা ‘জওয়ান’। এবার জানা গেল, ওটিটির পর্দায় আসছে বলিউড বাদশার সিনেমা ‘জওয়ান’।

ভারতের ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ২৫০ কোটি রুপিতে ‘জওয়ান’ এর ডিজিটাল স্বত্ব নিয়েছে নন্দিত এই স্ট্রিমিং প্লাটফর্মটি। তবে কবে নাগাদ দর্শক ওটিটিতে ‘জওয়ান’ দেখতে পারবেন, এ বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অক্টোবরের শেষ দিকে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি স্ট্রিমিং হতে পারে।

এর আগে বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বক্স অফিস কালেকশন করেছেন। অন্যদিকে এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন করেছে, যা আর কোনও ভারতীয় তারকার নেই।

জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটিতে অস্ত্র ব্যবসায়ী কালীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গেছে দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। সিনেমাটিতে বলিউড সুন্দরি দীপিকা পাডুকোন ক্যামিও করেছেন।

Link copied!