• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১২:৪০ পিএম
আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু আজ
শিশু চলচ্চিত্র উৎসব’র ব্যানার। সংগৃহীত ছবি

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২৩। এ চলচ্চিত্র উৎসবটি আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এর আগে সোমাবর (৪ সেপ্টেম্বর) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ উৎসবটির আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি। উদ্বোধনী পর্ব শেষে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’ (বাংলাদেশ) চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

এবারও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ। এ বিভাগে এবার ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, তিনটি চলচ্চিত্র পুরস্কার পাবে। বিশেষ চলচ্চিত্র বিভাগে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়েছিল যার মধ্যে প্রদর্শিত হবে ১৫টি চলচ্চিত্র, পুরস্কার পাবে দুটি চলচ্চিত্র। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২৭০০-এর বেশি চলচ্চিত্র জমা পড়েছিল, প্রদর্শিত হবে ৭৫টি চলচ্চিত্র।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায়, মোট তিনটি প্রদর্শনী হবে। এবারের উৎসবে ঢাকায় দুটি ভেন্যু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেসে ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এছাড়াও জানা গেছে, প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। প্রতি বছরের মতো এবারও উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য নেই। 

উৎসবে আকর্ষনীয় দিক হিসেবে রয়েছে শিশু নির্মাতাদের চলচ্চিত্র বিচারকাজে জুরি বোর্ডের সবাই শিশু-কিশোর। অর্থাৎ ছোটদের নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো বাছাই করবে ছোটরাই। তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগের চলচ্চিত্রগুলো বিচার করার জন্য জুরি বোর্ডে রয়েছেন উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা চত্বরে অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুর কবীর খোন্দকার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল।

Link copied!