• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

কানে ভারতীয় তারকাদের চোখ ধাঁধানো লুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০২:০৩ পিএম
কানে ভারতীয় তারকাদের চোখ ধাঁধানো লুক

সারা বিশ্বের বিখ্যাত তারকাদের পদচারণে মুখরিত ফ্রান্সের কান শহর। মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত ১১টায় ফরাসি শহর ‘পালে দে ফেস্তিভ্যাল’-এর গ্র্যান্ড থিয়েটারে বসে কানের ৭৬তম জমকালো আসর। এবারের কান আসরে ভারতীয় তারকারা বিশেষ পোশাকে নজর কাড়েন।

মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকাদের পদচারণ। কান কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ঘণ্টায় কানের লালগালিচা মাড়িয়েছেন ২ হাজার ৫০০ জন। এর মধ্যে ভারতীয় তারকাদের প্রতি সিনেপ্রেমীদের কৌতূহলী চোখ ছিল নজর কাড়ার মতো।

এবারের কান আসরে সারা আলী খান, এশা গুপ্তাসহ জনপ্রিয় ভারতীয় তারকারা লালগালিচায় পদচারণ করেছেন। সারা আলী খানকে দেখা যায় দারুণ সাজ এবং ঐতিহ্যবাহী গয়না দিয়ে ভারতীয় পোশাকে। অন্যদিকে এশা গুপ্তা সাদা গাউনে নিজের সৌন্দর্যকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। এ ছাড়া ভারতীয় অভিনেত্রী সাবেক মিস ওয়ার্ল্ড মানুষি চিল্লারকে কান চলচ্চিত্র উৎসবে সাদা গাউনে রূপকথার রাজকন্যা সিন্ডারেলার মতো দেখাচ্ছিল।

ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, গত বছর কানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোনসহ অনেক অভিনেত্রী। এ বছরও ভারত থেকে একঝাঁক তারকা কানে উপস্থিত হয়েছেন। যার মধ্যে অনুশকা শর্মা, মানুষি চিল্লার, সারা আলী খান, নির্মাতা অগ্নেশ শিবান, ম্রুণা ঠাকুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, কুমার শানুশা শ্যানেল, উর্বশী রাউতেলা প্রমুখ।

এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিশিয়াল সিলেকশনে রয়েছে কয়েকটি ছবি।

১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।

 

Link copied!