• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ষড়যন্ত্র করে আমাকে নির্বাচনে হারানো হয়েছিল: হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৪:১৯ পিএম
ষড়যন্ত্র করে আমাকে নির্বাচনে হারানো হয়েছিল: হিরো আলম

‘আমি জিতেছিলাম, কিন্তু আমায় জোর করে হারানো হয়েছিল’ বলে মন্তব্য করেছেন আলোচিত-সমালোচিত অভিনেতা ‘হিরো আলম।’ ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম এমন কথা বলেন।

গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন প্রসঙ্গে হিরো আলম বলেন, “আসলে আমি জিতেছিলাম। কিন্তু আমায় জোর করে হারানো হয়েছিল। আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছিল। তাই আমি দেখিয়ে দিতে চাই, যা হয়েছিল সেটা অন্যায়।”

নিজের যোগ্যতার প্রশ্নে এই অভিনেতা বলেন,  “আমি ফারুকভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আর যোগ্যতা প্রসঙ্গে বলব, হ্যাঁ এটা তো ঠিক যে আমি যোগ্য নই সাংসদ হওয়ার। কিন্তু এখানে এমন অনেক ব্যক্তি আছেন, যাঁরা অযোগ্য, অথচ পদে আছেন। তাঁরা কেউ কোনও কাজ করেননি।”

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়। এই আসনে হিরো আলম  ছাড়াও ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সহ চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। 

Link copied!