• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি: রুনা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০২:১১ পিএম
জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি: রুনা খান
অভিনেত্রী রুনা খান। ছবি: ফেসবুক থেকে

জাতীয় চলচ্চিত্র অভিনেত্রী রুনা খান। বিভিন্ন সময় নিজের ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এমনকি এসব ছবি নিয়ে সংবাদ মাধ্যমে খবর বের হয় নিয়মিত। বেশ কিছু আবেদনময়ী লুকে তোলা ছবি এই অভিনেত্রীর ভাইরালও হয়েছে। তবে গত ৩ মাস অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে দেখা যায়নি রুনা খানকে।

তবে নীরবতা ভেঙে আবার সামাজিক মাধ্যমে নতুন ছবি পোস্ট করলেন তিনি। দিলেন নতুন সংবাদও। জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে তাকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

সংবাদ মাধ্যমে রুনা খান বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা।’

এর আগে কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‍‍‘অসময়‍‍’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‍‍‘অসময়‍‍’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

তবে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। এছাড়াও এই অভিনেত্রীর আরও নাকি দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’।


অভিনেত্রী রুনা খান ২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে কর্মী হিসেবে যোগ দেন। ২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুর এর মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু করেন। ২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাম গোত্রহীন মঞ্চনাটকের মঞ্চায়নে তিনি অপি করিমের স্থলাভিষিক্ত হন।  

Link copied!