• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

প্রকাশ পেল হৃদয় খানের নতুন গান ‘অসীম সীমা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৪:৩৬ পিএম
প্রকাশ পেল হৃদয় খানের নতুন গান ‘অসীম সীমা’
হৃদয় খানে, ছবি: সংগৃহীত

প্রকাশ হলো তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের নতুন গান। ‘অসীম সীমা’ শিরোনামে নতুন গানে মডেল হয়েছেন এ কে এম ইটমাম ও রুমানা রওশান।

শুক্রবার (৪ আগস্ট) রাত ৮টায় মাল্টিসোর্সিং লিমিটেডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। ‘কথা বলে মন কেড়ে নাও, সহজেই প্রাণ ভরে দাও / তোমাকে আজও বুঝি না, যতনে রেখেছো কিনা’—এমন মিষ্টি কথায় গানটির কথা লিখেছেন সুস্মিতা বিশ্বাস সাথী ও রাজকুমার থিলাইয়ামপালাম।

রোমান্টিক ধাঁচের এ গান প্রসঙ্গে সংবাদমাধ্যমকে হৃদয় খান বলেন, “গানটির কথাগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। আমি বরাবরই চেষ্টা করি শ্রোতাদের জন্য সেরাটা দেয়ার। এটিও ব্যতিক্রম নয় তার। আশা করি শ্রোতাদের কাছে ভালো লাগবে গানটি।”

Link copied!