• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

হলিউড অভিনেতা বার্ট ইয়ং আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ১২:৩৬ পিএম
হলিউড অভিনেতা বার্ট ইয়ং আর নেই
হলিউড অভিনেতা বার্ট ইয়ং। ছবি: সংগৃহীত

হলিউডের অস্কার মনোনীত অভিনেতা বার্ট ইয়ং মারা গেছেন। ৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ইউএসএ টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুর প্রায় ১০ দিন পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বার্ট ইয়ংয়ের  ম্যানেজার এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন।

এছাড়াও ইয়ংয়ের মেয়ে অ্যান মোরিয়া স্টেইনজিজার নিউইয়র্ক টাইমসকে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত‘রকি’ সিনেমাতে অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের শ্যালকের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন বার্ট। এরপর হলিউডের আরও বেশকিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা, চায়না টাউন, উইন উইন এবং ব্যাক টু স্কুল এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, পরবর্তী জীবনে চিত্রশিল্পী এবং লেখক হিসাবেও তার প্রতিভার বিকাশ ঘটেছিল।

এদিকে বার্ট ইয়ংয়ের মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর দ্রুতই তা ছড়িয়ে যায়। প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান সিলভার স্ট্যালন। ইনস্টাগ্রামে বার্টের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু বার্ট ইয়ং, তুমি একজন অসাধারণ মানুষ এবং শিল্পী। আমি এবং এই পৃথিবীর মানুষ তোমাকে খুব মিস করবে।’

Link copied!